Saturday, July 13, 2013

যে কোন মোবাইল সেটেই এবার থেকে বাংলা লিখুন

আপনার মোবাইলে বাংলা না থাকলেও আপনাকে এখন নিরাশ হতে হবে না কারণ আপনার যে কোন মোবাইল হোক না কেন আপনি এখন থেকে আন্তর্জালে বাংলা ব্যবহার করতে পারবেন।মোবাইলে বাংলা পড়তে বা দেখতে পারবেন, এজন্য আপনাকে অবশ্যই মোবাইলে অপেরা মিনি ব্রাউজারটি ব্যাবহার করতে হবে। অপেরা মিনি ব্রাউজার দিয়ে মোবাইলে বাংলা পড়ার জন্য নিম্নলিখিত পদ্ধতি অবলম্বন করুনঃ ১।সর্বপ্রথমে অপেরা মিনি না থাকলে এখানে ক্লিক করে ডাউনলোড করে নিন। ২।তারপর অপেরা মিনি খুলে এড্রেস বার যেটাকে ইউ আর এল বার ও বলা হয় সেটাতে গিয়ে opera:config ক্লিক করে কনফিগ পেজটি লোড করুন। আপনি যদি অপেরা মিনি ৬ ইউজ করে থাকেন তাহলে শুধু config: লিখে কনফিগ পেজটি লোড করুন। ৩। কনফিগ পেজটি খুলার পর একদম নিচের সেটিংস"use bitmap for complex scripts" টি yes/no বক্স থেকে "yes" সিলেক্ট করুন। ৪। এখন কনফিগারেশন সেটিংস টি সেভ করুন। এখন থেকে আপনি মোবাইল থেকে অপেরা মিনিবাউজার দিয়ে বাংলা পড়তে পারবেন কিন্ত্ত শুধু অপেরা মিনি দিয়েই পারবেন বাংলা পড়তে। ** অবশ্যই মনে রাখবেন এভাবে বাংলা আপনার মোবাইলে bitmap image আকারে লোড হবে, এর ফলে আপনার ব্রাউজার স্বাভাবিক ইংরেজি টেক্সট এর চাইতে বাংলা দেখানোর জন্য বেশি ডাটা ইউজ করবে। মোবাইল দিয়ে বাংলা লেখার জন্য নিম্নলিখিত প্রদ্ধতি প্রয়োগ করতে পারেন:- আপনার সিমবিয়ান সেটে বাংলা লিখা এবং দেখার জন্য: প্রথমে সোলেমানলিপি ডাউনলোড করুন এখান থেকে http://­download4mobi.com /­solaiman-lipiএখন আপনাকে আপনার মোবাইলের ফন্ট ব্যবহারের কিছু কোড জানতে হবে, এটা জানার জন্য আপনার মোবাইলে কোন ফাইল ব্রাউজার দিয়ে সেগুলো বের করতে হবে, নকিয়ার ইনবিল্ড ব্রাউজার দিয়ে এটা করা যায় না। আপনি Y!browser নামিয়ে নিতে পারেন http://­download4mobi.com /­x-plore-file-managerএরপর xplore এ ঢুকুন।এখানে (C, D, E, Y, Z) ড্রাইভ দেখতেপাবেন, Z ড্রাইভে ঢুকুন > resource > Fonts > এখানে আপনি .ttf এক্সটেনশনের ৪টি ফন্ট দেখতে পাবেন, এই নামগুলো লিখে ফেলুন কেননা এই নাম দিয়েই আপনার ফন্টটিকে মোবাইলে সেভ করতে হবে । এবার আপনি পিসিতে সোলেমানলিপি ফন্টের চারটি কপি করে ঐ চার নামে আলাদা চারটি ফন্ট হিসেবে রিনেম করে নিন। আপনার মোবাইলটিকে ডাটাকেবল দিয়ে পিসির সাথে যুক্ত করুন অথবা মেমরি কার্ড রিডারের মাধ্যমে মেমোরি কার্ডটি পিসিতে সংযুক্ত করুন। মেমরি কার্ডে আপনি resource নামের একটি ফোল্ডার পাবেন (না পেলে হিডেন শোয়িং অন করে নিন), সেখানে Fonts নামের একটি নতুন ফোল্ডার তৈরি করুন। এই ফোল্ডারে আপনার পিসিতে আগে থেকেই তৈরি করা চারটি ফন্ট কপি করে পেস্ট করুন। এবার মেমোরি কার্ডটি মোবাইলে লাগিয়ে অথবা ডাটা কেবল সরিয়ে আপনার মোবাইলটি অফ করে অন করুন। এখন আপনার ফন্টটি পরিবর্তন হয়ে গেছে, এভাবে বাংলা ব্যবহারকারীদের জন্য বিশেষ কিছু টিপস:*অপেরা মিনিতে ব্যবহারের সময়ে অপেরার ফন্টটি (Large বা Extra large) করে নিতে হবে। *মোবাইলে ব্যবহারের সময়ে মোবাইলের ফন্টটি লার্জ করে নিলে দেখতে সমস্যা কম হয় (বড় স্ক্রীণের মোবাইলে সোলেমান লিপি ফন্টটি ব্যবহারে সমস্যা কম হয়, কিন্তু যদি ছোট স্ক্রীনের হয়,তবে কিছু কিছু ক্ষেত্রে কিছুটা সমস্যা হতে পারে)। {menu > Tools > settings > General > Personalisation > Display> Font Size> Large} এবার বাংলা লিখার জন্য ডাউনলোড করুন http://joybd.com/­opera- mini-bangla-wri­teable/ ওয়েবসাইটে বাংলা কি ম্যাপিং আছে । সেটি ফলো করে এখন আপনি বাংলা লিখতেও পারবেন। সিম্বিয়ান মোবাইলের জন্য যেসব লিংক কাজ করছে না , সেগুলোর বিকল্প লিংকঃ সোলেমানলিপি ফন্টের জন্যhttp://­www.omicronl ... সমস্ত শুভেচ্ছা রইল। উপভোগ করুন বাংলাভাষা আপনার মোবাইলে।

No comments:

Post a Comment